Friday 8 March 2013

বিজ্ঞান বার্তা

বিজ্ঞান বার্তা -০১


১। সুর্যের ভেতর উপাদান গুলো কি কি ?
  উঃ- সূর্য একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড । সুর্যের উপাদানের ৮১.৭ ভাগ হচ্ছে হইড্রোজেন,১৮.১৭ ভাগ হিলিয়াম ও বাকী অংশের মধ্যে রয়েছে ০.০৭ ভাগ নাইট্রোজেন অক্সিজেন,কার্বন,লোহা,নিকেল,সোডিয়াম,তামআ,ক্যালসিয়াম,দাস্তা ইত্যাদি মৌলিক পদার্থের গ্যাস ।

২ । পৃথিবীর শুষ্কতম স্থান কোনটি ?
 উঃ- হয়ত অনেকে পারেন গোবি মরুভূমি ,বা সাহারা মরুভূমি । কিন্তু না এর কোনটিই নয় । দক্ষিণ আমেরিকার চিলিতে যে মরুভূমি টি আছে তার নাম অ্যাটাকামা । সেই ১৯৭১ সালে সেখানে বৃষ্টি হইয়েছিল । তার আগে চারশো বছর কোনও বৃষ্টিপাত হয় নি । ঐ অ্যাটাকামা হল এখনও পর্যন্ত শুষ্কতম স্থান ।

No comments:

Post a Comment